পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মো. নওয়াব আলী, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, অর্থ ও হিসাব শাখার পরিচালকসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদকে ৩টি ইউনিটে বিভক্ত করে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা, বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের, বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।