ওয়ান ব্যাংকে আকর্ষণীয় পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ‘ক্রেডিট অফিসার বা (অ্যাসিস্টেন্ট বা অ্যাসোসিয়েট) রিলেশনশিপ অফিসার’ পদে ২০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেডিট সম্পর্কিত কাজে পারদর্শী ও যোগাযোগে দক্ষ প্রার্থীদের পদটিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত।

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, ফেনী, যশোর নোয়াখালী, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ ও সিলেট জেলায়।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবিসহ জীবনবৃত্তান্ত ‘হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ওয়ান ব্যাংক লিমিটেড, এইচআরসি ভবন, ৪৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

আবেদনের জন্য ক্লিক করুন