ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শনিবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএর। ত্রয়োদশ পরীক্ষা থেকেই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হচ্ছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থীরা সরাসরি শূণ্যপদ থাকা প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন। আর কোনো পরীক্ষা দিতে হবে না।
মৌখিক পরীক্ষার বিষয়ে এনটিআরসিএ এর চেয়ারম্যান এ এম এম আজহার জানান, ১২ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের এর এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। এছাড়া প্রার্থীরা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে।
কী প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, “দেখুন এত লোকের পরীক্ষা তো আর এক সাথে নেয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে এ পরীক্ষা নেয়া হবে এবং পরীক্ষার্থীদের আগে থেকেই এ বিষয়ে নির্দেশনা দেয়া হবে।
তবে কতদিন ধরে মৌখিক পরীক্ষা চলবে সে বিষয়ে কোন সুনির্দিষ্ট মন্তব্য করেননি এনটিআরসিএ চেয়ারম্যান।