বাংলাদেশ নৌবাহিনীতে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (যা কর্মদক্ষতার উপর প্রতি বৎসর নবায়নযোগ্য) শ্রমিক কর্মচারী (পুরুষ) নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে কমডোর সুপারনিটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে আবেদনপত্র ও সকল সনদের মূল কপিসহ আগামী ২৭ আগস্ট ২০১৭ তারিখে সকাল ০৮:৩০ ঘটিকায় নির্বাচনী পরীক্ষা/অভীক্ষার জন্য নাবিক কলোনী-১, নিউ মুরিং, চট্টগ্রাম উপস্থিত থাকতে হবে।