বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চামড়া শিল্পনগরী, ঢাকা শীর্ষক প্রকল্পের অধীনে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিম্নোক্ত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
০১. পদের নাম: কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩ (সর্বসাকুল্য বেতনে)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রী। সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং এ প্রশিক্ষণপ্রাপ্ত (এম, এস অফিস ও ইন্টারনেট/ই-মেইল পরিচালনায় দক্ষ হতে হবে।)। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। প্রতি মিনিটে ৩০টি ইংরেজী শব্দ ও ২৫টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
০২. পদের নাম: ইলেকট্রিশিয়ান
গ্রেড: ১৩ (সর্বসাকুল্য বেতনে)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাশসহ কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট/ট্রেড কোর্স পাশসহ পল্লী বিদ্যুৎ সমিতির লাইসেন্সধারী হতে হবে।
০২. পদের নাম: ইলেকট্রিশিয়ান
গ্রেড: ২০ (সর্বসাকুল্য বেতনে)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে ৮ম শ্রেণী পাশ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে এক্স সার্ভিসম্যান/আনসার/ভিডিপি সদস্যগণকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
প্রার্থীকে আগামী ২০-০৪-২০১৭ তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, চামড়া শিল্পনগরী প্রকল্প, সাধারণ বীমা ভবন-২ (২য় তলা), ১৩৯, মতিঝিল বা/এ, ঢাকা -এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।