মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিপরীক্ষা অক্টোবর মাসের শেষ সপ্তাহের শুক্রবার অনুষ্ঠিত হতে পারে। ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় ৩ অক্টোবর পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু পরে দেখা গেছে, ঈদুল আজহার ছুটির কারণে ওই দিন সম্ভব নয়। এখন অক্টোবরের শেষ সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা করে চূড়ান্ত ভাবে তারিখ ঘোষণা করা হবে। জানা গেছে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এবার ১০০ নম্বরের ভর্তিপরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ যোগ করে তৈরি হবে করা হবে জাতীয় মেধাতালিকা। মেধাক্রম অনুসারে প্রথমে সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এবং পরে প্রাইভেট মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে সরকারি বা প্রাইভেট কোনও মেডিক্যাল ও ডেন্টাল কলেজে পড়ার সুযোগ থাকবে না। গত বছর ৪ অক্টোবরের লিখিত পরীক্ষায় এ ধরনের নিয়ম বেঁধে দেওয়া না হলেও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএ মিলে মেরিটস্কোর ১২০ নির্ধারিত ছিল।