মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ কমেছে। এবারে জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। গেলোবার পেয়েছিলেন ৪৮ হাজার ৯৫০ জন। কমেছে প্রায় ১৫ হাজারেরও বেশি।।
শিক্ষামন্ত্রী জানান, এবারের আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীন শুধু এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৩ হাজার ২৪২ জন। মাদ্রাসা ও কারিগরিতেও গেলোবারের চেয়ে ফলাফল খারাপ হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন।
এদিকে বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনের পরপরই সারা দেশের পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।