০১. ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগান কি ছিল?
উঃ স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্য।
০২. কোন দূর্গ আক্রমনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?
উঃ বাস্তিল দূর্গ।
০৩. ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব?
উঃ ব্রিটেন।
০৪. ইউরোপের কোন জেনারেল গৃহযুদ্ধের মাধ্যমে ১৯৩৯ সালে ক্ষমতায় আসেন?
উঃ জেনারেল ফ্রাংকো।
০৫. ম্যাগনাকার্টা কি?
উঃ বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল।
০৬. সিগমন্ড ফ্রয়েড কোন দেশের অধিবাসী?
উঃ অষ্ট্রিয়ার।
০৭. ১৯১৭ বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার রাজা কে ছিলেন?
উঃ জার দ্বিতীয় নিকোলাস।
০৮. রাশিয়ার সর্বশেষ রাজা জার দ্বিতীয় নিকোলাস-এর রাজবংশের নাম কি?
উঃ রোমানভ।
০৯. কোন দেশের পার্লামেন্টকে ‘আল পিঙ্গি’ বলে?
উঃ আইসল্যান্ড।
১০. মলোটভ রিবন থ্রোপ নামক চুক্তিটি স্বাক্ষর করেছিল?
উঃ স্ট্যালিন ও মুসোলিনি।
১১. গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?
উঃ ডেনমার্ক।
১২. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
উঃ এলিসি প্রাসাদ।
১৩. সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়ীত্বকাল কতদিন ছিল?
উঃ ১০দিন।
১৪. গ্রিস সভ্যতা কবে গৌরবের শিখরে আরোহন করে?
উঃ খ্রিষ্টপূর্ব ৫ম শতকে।
১৫. সমূদ্র পৃষ্ঠ থেকে ১১মিটার উচুঁতে অবস্থিত কোন দেশ?
উঃ নেদারল্যান্ড।