০১. প্রথম রাণী এলিজাবেথ কবে ইংল্যান্ডের রাণী হয়েছিলেন?
উত্তরঃ ১৫৫৮ সালে।
০২. যুক্তরাজ্যের পার্লামেন্ট কয়টি কক্ষ ও কি কি?
উত্তরঃ হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স।
০৩. প্রিন্সেস ডায়না কত তারিখে মারা যান?
উত্তরঃ ৩১ আগষ্ট, ১৯৯৭।
০৪. প্রিন্সেস ডায়না যে টানেলে নিহত হন তার নাম কি?
উত্তরঃ Pont De I Alma
০৫. রাজ পরিবাব থেকে প্রাপ্ত ডায়নার খেতাব কি ছিল?
উত্তরঃ হার রয়্যাল হাইনেস্ ।
০৬. বিশ্বের প্রথম সংসদীয় শাসনব্যবস্থা কোথায় প্রচলিত হয়?
উত্তরঃ ব্রিটেনে।
০৭. ইংল্যান্ডের কোন রাজাকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেয়া হয়?
উত্তরঃ প্রথম চালর্স।
০৮. দ্বিতীয় ক্যাথেলিন কবে রাশিয়ার জারিনা হয়েছিলেন?
উত্তরঃ ১৭৮৭ সালে।
০৯. বাল্টিক অঞ্চলে রাশিয়ার শেষ সামরিক ঘাটি কোনটি?
উত্তরঃ লাটভিয়ার স্ক্রুন্ডা রাডার বেজ।
১০. রুশ জাপান শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২৩ জুন ১৯১৬।
১১. লেনিন কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯১৭।
১২. লেনিন কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ২২ জানুয়ারী ১৯২৪।
১৩. পেত্রোগ্রাদের নাম কবে লেনিন গ্রাদ করা হয়?
উত্তরঃ ২৬ জানুয়ারী ১৯২৪।
১৪. রুশ শাসন থেকে বেরিয়ে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৪ জুলাই, ১৯১৭।
১৫. লেনিনের নেতৃত্বে কবে বলশেভিকরা ক্ষমতা দখল করেন?
উত্তরঃ ৭ নভেম্বর, ১৯১৭।