০১. আওয়ামী লীগের ছয় দফা কোনসালে পেশ করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৬ সালে
০২. বাকল্যান্ড বাঁধ কোন নদীরতীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা
০৩. ‘আমার সোনার বাংলা’ প্রথমপ্রকাশিত হয় কত সালে?
উত্তরঃ ১৯০৫ সালে
০৪. বঙ্গবঙ্গ কার্যকর হয় কত তারিখে?
উত্তরঃ ১৬ অক্টোবর ১৯০৫ সালে
০৫. বখতিয়ার খলজি বাংলা জয় করেনকত সালে?
উত্তরঃ ১২০৪ সালে
০৬. কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
উত্তরঃ সম্রাট অশোকের আমলে।
০৭. প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উত্তরঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
০৮. প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
উত্তরঃ তিনটি জনপদে।
০৯. আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তরঃ বেদ।
১০. বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
উত্তরঃ সংস্কৃত।
১১. বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
উত্তরঃ অষ্ট্রিক।
১২. সিন্ধু সভ্যতা কোন যুগের?
উত্তরঃ তাম্র যুগের।
১৩. সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
উত্তরঃ ১৯২২ সালে।
১৪. গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?
উত্তরঃ লুম্বিনী (নেপাল)।