০১. বর্তমানে বাংলাদেশ গড়পড়তা মাথাপিছু আয় কত ডলার?
উত্তরঃ 1180/90 মার্কিন ডলার।
০২. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উত্তরঃ দ্বাদশ।
০৩. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ চট্টগ্রামে।
০৪. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ মেজর জেনারেল সুখওয়াস্ত সিং।
০৫. স্বাধীনতা যুদ্ধের সময়বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
উত্তরঃ ১১টি।
০৬. যুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা।
০৭. যুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরকোন সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ দুই নম্বর সেক্টর।
০৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
উত্তরঃ বাংলাবান্ধা।
০৯. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
উত্তরঃ সিলেটের মালনীছড়ায়।
১০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তরঃ পর্তুগিজরা।
১১. লালবাগের কেল্লা স্থাপন করেনকে?
উত্তরঃ শায়েস্তা খান।
১২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়।
১৩. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা।
১৪. ‘ছিয়াত্তরের মন্বন্তর’নামে ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উত্তরঃ বাংলা ১১৭৬ সালে।
১৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানেরপদবি কী ছিল?
উত্তরঃ সিপাহী।