০১. ক্রিকেটে বাংলাদেশ কোনসালে টেস্ট মর্যাদা লাভ করে?
উ. ২০০০ সালে।
০২. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর (VAT)।
০৩. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উ. বরেন্দ্র গবেষণা জাদুঘর।
০৪. বাংলাদেশর বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ. বেনাপোল।
০৫. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
উ. ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বখতিয়ারখলজী।
০৬. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্যকে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. নওয়াব আবদুল লতিফ।
০৭. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উ. ফজলুর রহমান খান।
০৮. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উ. ২৮টি।
০৯. কুমিল্লার বার্ড (BARD) -এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান।
১০. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উ. ইরাক।
১১. সতীদাহ প্রথা কবে রহিতকরা হয়?
উ. ১৮২৯ সালে।
১২. দহগ্রাম ছিটমহল কোন জেলায়অবস্থিত?
উ. লালমনিরহাট।
১৩. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
উ. ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচারঅনুষ্ঠান।
১৪. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উ. ১৬১০ সালে।
১৫. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উ. ১৯৫৭ সালে।