১. জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৭১।
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে কতটি?
উত্তরঃ ৪টি।
৩. ‘অপরাজেয় বাংলা’ কবে উন্মোচন করা হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।
৪. বাংলাদেশের নির্বাহী বিভাগথেকে বিচার বিভাগ পৃথক করা হয় কত তারিখে?
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭ সালে।
৫. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর কে?
উত্তরঃ স্যার এ এফ রহমান
৬. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উত্তরঃ মালদ্বীপ।
৭. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উত্তরঃ মারমা, সাঁওতাল।
৮.ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথমদাবিটি কী ছিল?
উত্তরঃ বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা।
৯. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনেরসর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
উত্তরঃ ২৮ (২) নং অনুচ্ছেদে।
১০. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
১১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
১২. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগলসুবেদারকে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান।
১৩. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উত্তরঃ সম্রাট আকবর।
১৪. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উত্তরঃ ২০০০ সালে।
১৫. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কোনাবাড়ি।