০১. খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
০২. বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?
উঃ ২১.৯১%।
০৩. বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
০৪. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?
উঃ ১৯৫৪ সালে।
০৫. গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
০৬. বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া।
০৭. সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
০৮. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
০৯. বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৫৯ টি।
১০. বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
১১. বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
১২. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে।
১৩. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?
উঃ যশোরে।
১৪. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
১৫. বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।