০১. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
(ক) খাগড়াছড়ি
(খ) বান্দরবান
(গ) কুমিল্লা
(ঘ) রাঙামাটি
উত্তরঃ রাঙামাটি
০২. মনপুরা দ্বীপ কোন জেলায় ?
(ক) ভোলা
(খ) বরিশাল
(গ) ঝালকাঠি
(ঘ)পটুয়াখালী
উত্তরঃ ভোলা
০৩. পদ্মা নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
(ক)খুলনা
(খ) রাজশাহী
(গ) কুষ্টিয়া
(ঘ)দিনাজপুর
উত্তরঃ রাজশাহী
০৪. বাংলাদেশের জলবায়ুর নাম কী?
(ক)নাতিশীতোষ্ণ
(খ) নিরক্ষীয়
(গ) ক্রান্তীয়
(ঘ) ক্রান্তীয় মৌসুমী
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী
০৫. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
(ক)আর্য
(খ) মোঙ্গল
(গ) পুন্ড্রু
(ঘ) দ্রাবিড়
উত্তরঃ দ্রাবিড়
০৬. বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন-
(ক)১৫১৬ সালে
(খ) ১৫২৬ সালে
(গ) ১৫২২ সালে
(ঘ)১৫২৮ সালে
উত্তরঃ ১৫২৬ সালে
০৭. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
(ক)ফা-হিয়েন
(খ) ইবনে বতুতা
(গ) মার্কো পোলো
(ঘ) হিউয়েন সাং
উত্তরঃ ইবনে বতুতা
০৮. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
(ক) লর্ড কর্ণওয়ালিস
(খ) লর্ড বেন্টিংক
(গ) লড ক্লাইভ
(ঘ) লর্ড ওয়াভেল
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস
০৯. কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন-
(ক)হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(খ) মাওলানা ভাসানী
(গ) এ কে ফজলুল হক
(ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ এ কে ফজলুল হক
১০. নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
(ক)বাংলাদেশ ও যুক্তরাজ্য
(খ) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
(গ) বাংলাদেশ ও ভুটান
(ঘ) ভুটান ও পাকিস্তান
উত্তরঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র