০১। প্রথম বাঙ্গালী মুসলমান কবি কে?
ক. কায়কোবাদ
খ. আলাওল
গ. শাহ্ মু. সগীর
ঘ. আবদুল হাকীম
সঠিক উত্তর : গ. শাহ্ মু. সগীর
০২। নিম্নের কোন জোড়াটি সঠিক?
ক. আব্দুল কাদির তিমির হননের কবি
খ. মোজাম্মেল হক ক্ল্যাসিক কবি
গ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নাতুর কবি
ঘ. গোলাম মোস্তফা নাগরিক কবি
সঠিক উত্তর : গ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নাতুর কবি
০৩। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরষ্কারে ভূষিত হন?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
সঠিক উত্তর : ক. ২
০৪। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা গ্রন্থ?
ক. মুক্তি
খ. রাখালী
গ. হিন্দু মেলার উপহার
ঘ. বনফুল
সঠিক উত্তর : ঘ. বনফুল
০৪। শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল মৃত্যুবরণ করেন-
ক. ৫ সেপ্টেম্বর ১৯৭০
খ. ৮ এপ্রিল ১৯৭০
গ. ২০ এপ্রিল ১৯৭১
ঘ. ২০ আগষ্ট ১৯৭১
সঠিক উত্তর : খ. ৮ এপ্রিল ১৯৭০
০৫। নিম্নের কোনটি উক্ত কবি/সাহিত্যের সটিক ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী: সুনন্দ
খ. মীর মোশাররফ হোসেন: অবধূত
গ. মোহিতলাল মজুমদার: দৃষ্টিহীন
ঘ. শেখ আজিজুর রহমান: শওকত ওসমান
সঠিক উত্তর : ঘ. শেখ আজিজুর রহমান: শওকত ওসমান
০৬। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক. ১০ : ৬
খ. ৭ : ১০
গ. ৭ : ৩
ঘ. ৮ : ৩
সঠিক উত্তর : ক. ১০ : ৬
০৭। একুশে পদক নিম্নের কোন সালে চালু হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৭৬
গ. ১৯৭৯
ঘ. ১৯৭৭
সঠিক উত্তর : খ. ১৯৭৬
০৮। ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ান্স ট্রফিতে বাংলাদেশের পাফরমেন্সের জন্য কোনটি সঠিক নয়?
ক. টসে জয় সবকটি খেলায়
খ. শ্রীলঙ্কার নিকট পরাজয়
গ. ওয়েষ্ট ইন্ডিজের নিকট পরাজয় ১০ উইকেটে
ঘ. জিম্বাবুয়ের সাথে জয় ১০১ রানে
সঠিক উত্তর : ক. টসে জয় সবকটি খেলায়
০৯। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক. সমুদ্রগুপ্ত
খ. চন্দ্রগুপ্ত
গ. রামপাল
ঘ. ধর্মপাল
সঠিক উত্তর : ঘ. ধর্মপাল
১০। কাজী নজরুলের ‘ধুমকেতু’ কবে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৩০
খ. ১৯২০
গ. ১৯২২
ঘ. ১৯৩২
সঠিক উত্তর : গ. ১৯২২