০১. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
উত্তরঃ মালদ্বীপ
০২. আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল
০৩. আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন কে?
উত্তরঃ জহির শাহ
০৪. উলানবাটের কোন দেশের রাজধানী?
উত্তরঃ মঙ্গোলিয়া
০৫. কসোভো যেখানে অবস্থিত-
উত্তরঃ দক্ষিণ পূর্ব ইউরোপ
০৬. ঐতিহাসিক ‘ফেজ শহর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মরক্কোয়
০৭. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
০৮. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ জন এফ কোনটি
০৯. প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তরঃ প্যারিস
১০. জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
উত্তরঃ এনেওলা মার্কেল