০১. ‘A Tale of Two Cities’- গ্রন্থটি কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে রচিত ?
উত্তর: ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
০২. আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-
উত্তর: ১৯২৮ সালের ৩ নভেম্বর
০৩. হিটলার জার্মানির চ্যান্সেলর হন কত সালে?
উত্তর: ১৯৩৩ সালে
০৪. চীনের বিখ্যাত ‘তিয়েন আনমেন’ স্কোয়ারে তীব্র ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৮৯ সালে
০৫. ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ ‘আবু মূসা দ্বীপ’ কোন সাগরে অবস্থিত?
উত্তর: পারস্য উপসাগরে
০৬. স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত NATO -এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: প্যারিস
০৭. নেপোলিয়ানকে কত সালে প্রথমবারের মত সেন্ট এলবা দ্বীপ নির্বাসনে দেয়া হয়?
উত্তর: ১৯০৫ সালে
০৮. লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণা দানকারী দুজন দার্শনিক হলেন-
উত্তর: রুশো ও ভলতেয়ার
০৯. যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে ন্যায়বিচারের জন্য আচরণ বিধি তৈরির উদ্দেশ্যে জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৪৯
১০. ‘চন্দ্রনাথের পাহাড়’ বিখ্যাত-
উত্তর: গরম পানির ঝরণা, হিন্দুরেদ তীর্থস্থান, প্রথম ইকো পার্ক