প্রঃ বাংলার প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি ?
উঃ মহাস্থানগড় (বগুড়া)।
প্রঃ উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উঃ নরসিংদী।
প্রঃ সোনারগাঁও কার সময়ে বাংলাদেশের রাজধানী ছিল ?
উঃ মুঘল আমলে।
প্রঃ ‘লালকেল্লা’ কোথায় অবস্থিত ?
উঃ ভারতের দিল্লীতে।
প্রঃ বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত কে নির্মাণ করেন এবং এর গম্বুজের সংখ্যা কতটি ?
উঃ বাগেরহাট, খান জাহান আলী, গম্বুজ ৮১টি।
প্রঃ বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ বেগমগঞ্জ (নোয়াখালি)।
প্রঃ বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত ?
উঃ গৌড়. নির্মাতা- নুসরাত শাহ, ১৫২৬ সাল।
প্রঃ বেহুলার বাসর ঘর কোথায় অবস্থিত ?
উঃ মহাস্থানগড় (বগুড়া)।
প্রঃ রাণী পুকুর ও কান্তজীর মন্দির কোথায় অবস্থিত ?
উঃ দিনাজপুর।
প্রঃ শীলাদেবীর ঘাট কোথায় অবস্থিত ?
উঃ মহাস্থানগড়।
প্রঃ উত্তরা গণভবন কোথায় অবস্থিত ?
উঃ নাটোর।
প্রঃ আফগান দূর্গ কোথায় অবস্থিত ?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে।