০১. ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতেহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
উঃ ১৯৯৭
০২. বাংলাদেশের ‘White Gold’ কোনটি?
উঃ চিংড়ি
০৩. পদ্মার শাখা নয় কোনটি?
উঃ ধরলা
০৪. ‘গারুদা’ কোন দেশের বিমান সংস্থা?
উঃ ইন্দোনেশিয়া
০৫. ‘মাদার তেরেসা’ কোন দেশে জন্মগ্রহণ করেন?
উঃ মেসিডোনিয়া
০৬. ‘সাগর কন্যা’ বলা হয় কোন জেলাকে?
উঃ পটুয়াখালি
০৭. বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কোন স্থানে?
উঃ হরিপুর
০৮. পাখি ছাড়া ‘দোয়েল’ নিচের কোন জাতের শস্যকে বোঝায়?
উঃ গম
০৯. ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত ‘দেয়াল’ পত্রিকার নাম নিচের কোনটি?
উঃ দিশারী
১০. বাংলা ভাষায় প্রথম মহিলা কবির নাম কি?
উঃ চন্দ্রবতী