Quiz-summary
0 of 40 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
Information
পরীক্ষার নাম : এস.এস.সি. পরীক্ষা সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট ০৯
বিষয় : সাধারণ বিজ্ঞান
বিষয় কোড : ১২৭
পরীক্ষার ধরন : মডেল টেস্ট
সময় : ৪০ মিনিট
পূর্ণমান : ৪০
মোট প্রশ্ন : ৪০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score | |
Your score |
Categories
- সাধারণ বিজ্ঞান 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- Answered
- Review
- Question 1 of 40
1. Question
মহিলাদের অস্টি ও ম্যালেরিয়া রোগ হয় কোনটির অভাবে?
CorrectIncorrect - Question 2 of 40
2. Question
কিসের অভাবে বেরিবেরি রোগ হয়?
CorrectIncorrect - Question 3 of 40
3. Question
পানির pH ৭ এর কম হলে সেই পানি কি প্রকৃতির ?
CorrectIncorrect - Question 4 of 40
4. Question
আচার, চাটনি, সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করা হয় কেন?
CorrectIncorrect - Question 5 of 40
5. Question
ETP এর পূর্ণরূপ কোনটি?
CorrectIncorrect - Question 6 of 40
6. Question
জলাভূমি সংক্রান্ত জলাভূমি সংক্রান্ত কনভেনশন হলো-
i. ডুইসবার্গ কনভেকশন ii. রামসার কনভেমন iii. হেলসিং কি কনভেকশন
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 7 of 40
7. Question
বহিরাগত যে প্রোটিন রক্তে এন্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে সেই প্রোটিনকে কী বলে?
CorrectIncorrect - Question 8 of 40
8. Question
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
সাদিয়ার দাদা উচ্চ রক্তচাপের রোগী। তিনি বিষণœতা ও নিদ্রাহীনতা ভোগেন। একদিন হঠাৎ তারঁ হার্ট অ্যাটাক হয়। এতে তিনি অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন হয়। এতে তিনি অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সিস্টোলিক রক্তচাপ কত?CorrectIncorrect - Question 9 of 40
9. Question
সাদিয়ার দাদার উক্ত দিনের দৈহিক সমস্যাটির কারণ-
i. হৃৎপিন্ডের অ্যাট্রিয়ামের সংকোচন ক্ষমতা বৃদ্ধি
ii. হৃৎপিন্ডের ভেন্ট্রিকলের সংকোচন ক্ষমতা লোপ
iii. হৃৎপিন্ডের করোনারি ধমনি বন্ধ হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 10 of 40
10. Question
‘অনটোজেনি রিপিটস ফাইলোজেনি’-উক্তিটি কার?
CorrectIncorrect - Question 11 of 40
11. Question
জীবের অঙ্গসংস্থানগত ভিন্নতার কারণ কোনটি?
CorrectIncorrect - Question 12 of 40
12. Question
স্বাভাবিক শিশু থেকে টেস্টটিউব বেবির পার্থক্যকারি বৈশিষ্ট্য কোনটি?
CorrectIncorrect - Question 13 of 40
13. Question
দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে?
CorrectIncorrect - Question 14 of 40
14. Question
বালি মাটি পানি ধরে রাখতে পারে না কেন?
CorrectIncorrect - Question 15 of 40
15. Question
সবচেয়ে পুরানো ও কার্বন সমৃদ্ধ কয়লা কোনটি?
CorrectIncorrect - Question 16 of 40
16. Question
নিরাপদ ড্রাইভিং এর শর্ত কোনটি?
CorrectIncorrect - Question 17 of 40
17. Question
অনির চোখে দৃষ্টি বা ক্ষীর্ণ দৃষ্টি ত্রুটি দেখা দিয়েছে। এক্ষেত্রে তাকে কোন লেন্সের চশমা ব্যবহার করতে হবে?
CorrectIncorrect - Question 18 of 40
18. Question
রাইডার পাকানো প্রক্রিয়াকে কি বলে?
CorrectIncorrect - Question 19 of 40
19. Question
কোনটি মনোমার?
CorrectIncorrect - Question 20 of 40
20. Question
আতিক সাহেব বাজার থেকে দুটি প্লাস্টিকের চেয়ার কিনে আনলেন। এই চেয়ার তৈরিতে ব্যবহৃত হয়েছে-
i. পলিইউরেথেন প্লাস্টিক ii. পিভিসি iii. নাইলন ৬:৬
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 21 of 40
21. Question
বাসাবাড়িতে পারিষ্কারক হিসেবে কী ব্যবহৃত হয়?
CorrectIncorrect - Question 22 of 40
22. Question
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
সাবিল নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবালো, কাগজটি লাল হয়ে গেল। তারপর সে এটিকে চুনের পানিতে ডুবালো। কাগজটি নীল রং ফিরে পেল।
সাবিলের কাগজটি লাল হয়ে গেল কেন?CorrectIncorrect - Question 23 of 40
23. Question
সাবিলের ব্যবহার করা তরল দুটির pH মান-
i. উভয় ক্ষেত্রে ৭ এর সমান ii. প্রথমটির ক্ষেত্রে ৭ এর কম iii. ২য়টির ক্ষেত্রে ৭ এর বেশি
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 24 of 40
24. Question
নরম শিলা কোন স্তরে থাকে?
CorrectIncorrect - Question 25 of 40
25. Question
বাংলাদেশের বঙ্গোপসাগরে কত কিলোমিটার পর্যন্ত অগভীর বিস্তৃত?
CorrectIncorrect - Question 26 of 40
26. Question
সুনামির সাথে যুগপৎ রূপ কোন প্রাকৃতিক দুর্যোগের নাম জড়িত?
CorrectIncorrect - Question 27 of 40
27. Question
নগরায়ন কিভাবে ঘটে?
CorrectIncorrect - Question 28 of 40
28. Question
যে বল বস্তুর ভৌত সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কি বলে?
CorrectIncorrect - Question 29 of 40
29. Question
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মালেক হাত থেকে একটি বল ছেড়ে দিলে তা মাটিতে পড়ল। অপরদিকে খালেক দুটি দন্ডাকার বস্তু কাছাকাছি আনলে এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ হলো।
খালেকের দন্ড দুটির-
i. উভয়টি চৌম্বক পদার্থ ii. উভয়টিই চুম্বক iii. একটি চুম্বক, অন্যটি চৌম্বক পদার্থ
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 30 of 40
30. Question
খালেকের প্রতিটি দন্ডের কাছে একটি লোহার টুকরা আনলে কি ঘটবে?
CorrectIncorrect - Question 31 of 40
31. Question
কোষ বিভাজনের সময় ক্রোমোজন যে দুটি ভাগে বিভক্ত হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?
CorrectIncorrect - Question 32 of 40
32. Question
রিকম্বিনেন্ট ডি এন এ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়?
CorrectIncorrect - Question 33 of 40
33. Question
হানটিটেনস রোগের ফলে মানুষের যে সমস্যা হয়-
i. মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না
ii. শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় ক্ষমতা লোপ পায়
iii. শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 34 of 40
34. Question
তুঁতের সংকেত কোনটি?
CorrectIncorrect - Question 35 of 40
35. Question
CuSO4 এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিচালনা করা হলে ক্যাথোডে কী জমা হয়?
CorrectIncorrect - Question 36 of 40
36. Question
লোডশেডিং এর মূল কারণ কোনটি?
CorrectIncorrect - Question 37 of 40
37. Question
স্পিকারে কোনটি থাকে?
CorrectIncorrect - Question 38 of 40
38. Question
স্পিকারের বায়ুর ফাঁকে কোনটি থাকে কোনটি থাকে?
CorrectIncorrect - Question 39 of 40
39. Question
উচ্চ শব্দে টেলিভিশন চালালে অস্থিরতাবোধ করে-
i. বধির ব্যক্তি ii. রক্তচাপের রোগী iii. হৃদরোগী
নিচের কোনটি সঠিক?CorrectIncorrect - Question 40 of 40
40. Question
উইলহেম রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
CorrectIncorrect