ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং অধীনস্থ দিয়ারা অপারেশন-এর রাজস্ব খাতে জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদসমূহ ও পদসংখ্যা:
০১. সাব-সার্ভেয়ার (০৫টি)
০২. কম্পিউটার (১৩টি)
০৩. বাউন্ডারী আমি (০৩টি)
০৪. জিংক কারেক্টর (০১টি)
০৫. প্রিন্টার (০৫টি)
০৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (০৩টি)
দিয়া অপারেশনঃ
০৭. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (০২টি)
০৮. ড্রাফটসম্যান (০১টি)
০৯. অফিস সহকারী (০১টি)
১০. ড্রাইভার (০১টি)
অনলাইনে আবেদন শুরু হবে ২৩/০২/২০১৭খ্রি: সকাল ৯.০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৬/০৩/২০১৭ বিকাল ৫.০০ ঘটিকা।
অনলাইনে আবেদনের ঠিকানা: http://dlrs.teletalk.com.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে: