০১. দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে?
উত্তরঃ মহেশখালী।
০২. কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ৬ মে ২০১৭।
০৩. কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৮০ কিলোমিটার।
০৪. ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের কোন বৈশ্বিক ব্যাংকের সদস্য হওয়ার প্রস্তাব পায়?
উত্তরঃ New Development Bank (NDB)
০৫. বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
উত্তরঃ সান ম্যারিনো।
০৬. বর্তমানে বাংলাদেশে নদী বন্দর কতটি?
উত্তরঃ ৩০টি।
০৭. দেশের ৩০তম নদী বন্দর কোনটি?
উত্তরঃ সুনামগঞ্জ নদী বন্দর।
০৮. সুনামগঞ্জ নদী বন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৮ মে ২০১৭।
০৯. সৈয়দ আবদুল্লাহ খালিদ কোন ভাস্কর্যের স্থপতি ?
উত্তরঃ অপারেজয় বাংলা, অঙ্কুর এবং ডলফিন, মা ও শিশু এবং অঙ্গীকার।
১০. সেরা চলচ্চিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭’ লাভ করে কোনটি?
উত্তরঃ বাপজানের বায়োস্কোপ।
১১. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩ মে ২০১৭।
১২. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৮ মে ২০১৭।
১৩. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১,৬০২ মার্কিন ডলার।
১৪. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত?
উত্তরঃ ১,৫৩৮ মার্কিন ডলার।
১৫. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জনসখ্যা কত?
উত্তরঃ ১৬.১৮ কোটি।
১৬. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৩.৪০%
১৭. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৩.৪০%
১৮. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ১০.৫০%
১৯. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে সেবা খাতের পৃবদ্ধির হার কত?
উত্তরঃ ৬.৫০%
২০. ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বর্তমান নেতা কে?
উত্তরঃ ইসমাইল হানিয়া।
২১. বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবনের নাম কি?
উত্তরঃ জেদ্দা টাওয়ার।
২২. জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত?
উত্তরঃ ১০০৮ মিটার।
২৩. দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তরঃ ৫ মে ২০১৭।
২৪. দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ ?
উত্তরঃ ভারত
২৫. চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?
উত্তরঃ Comac C919 ।
২৬. কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছে?
উত্তরঃ চীন।
২৭. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন?
উত্তরঃ সৌদি আরব ।
২৮. ফ্রান্সের ২৫তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইমানুয়েল ম্যাক্রোঁ।
২৯. ফ্রান্সের বর্তমান প্রেধানমন্ত্রী কে ?
উত্তরঃ এডওয়ার্ড ফিলিপ।
৩০. দক্ষিণ কোরিয়ার ১২তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ মুন জায়ে-ইন।
৩১. দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ লি নাক ইয়েন ।
৩২. পূর্ব তিমুরের চতুর্থ ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ফ্রান্সিসকো গুতেরেস।
৩৩. সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সঞ্জের (SAFE) নতুন চেয়ারম্যান কে?
উত্তরঃ আশিষ চৌহান।
৩৪. ১২ মে ২০১৭ কোন বাংলাদেশি OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল।
৩৫. ২৭ এপ্রিল ২০১৭ কোন দেশ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) ছাড়ার ঘোষণা দেয়?
উত্তরঃ ভেনিজুয়েলা।
৩৬. জাতিসংঘে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)-এর প্রথম স্থায়ী পর্যবেক্ষকের নাম কি?
উত্তরঃ লুই কাস্ত্রো।
৩৭. ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৪-২৫ মে ২০১৭।
৩৮. ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ ব্রাসেলস, বেলজিয়াম।
৩৯. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৬-২৭ মে ২০১৭।
৪০. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ তাওরমিনা, ইতালি।
৪১. ২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে।
৪২.২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া।
৪৩. ২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৪৬তম।
৪৪. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ পর্তুগাল।
৪৫. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র।
৪৬. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তরঃ ৮৭তম।
৪৭. ২০১৭ সালের আরব বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ মোহাম্মেদ হাসান আলওয়ান
৪৮. কোন গ্রন্থের জন্য মোহাম্মেদ হাসান আলওয়ান ‘আরব বুকার’ পুরস্কার লাভ করেন?
উত্তরঃ A Small Death
৪৯. ‘মহামানবের দেশে’ কোন ব্যক্তিকে নিয়ে নির্মিত টেলিভিন নাটক?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫০. ‘মহামানবের দেশে’ নাটকটির নাট্যরূপ নির্দেশক ও পরিচালক কে?
উত্তরঃ মান্নান হীরা।