০১. দেশে ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৪টি।
০২. ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?
উত্তরঃ অ্যালায়েন্স লিজিং ফিন্যান্স কোম্পানি লিমিটেড
০৩. ১৩ জুলাই ২০১৭ পর্যন্ত কতজন শব্দসৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান?
উত্তরঃ ২৫৩ জন।
০৪. ৩ জুলাই ২০১৭ পর্যন্ত কতজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান ?
উত্তরঃ ২৫৩ জন।
০৫. জাতীয় সংসদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে ?
উত্তরঃ ১০ জুলাই ২০১৭।
০৬. জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল বিল, ২০১৭ পাস হয় কবে?
উত্তরঃ ১১ জুলাই ২০১৭।
০৭. জাতীয় সংসদে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল, ২০১৭ পাস হয় কবে?
উত্তরঃ ১১ জুলাই ২০১৭।
০৮. জাতীয় সংসদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে?
উত্তরঃ ১২ জুলাই ২০১৭।
০৯. ২৮ জুন ২০১৭ কোন বাংলাদেশী Academy of Motion Picture Arts and Sciences-এর সদস্য হন ?
উত্তরঃ নাফিস বিন জাফর।
১০. জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠন করা হয় কবে?
উত্তরঃ ৬ জুন ২০১৭।
১১. ফাইন্যান্সিয়াল নিপোটিং কাউন্সিল (FRC) প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১৯ এপ্রিল ২০১৬।
১২. FRC’র প্রথম চেয়ারম্যান কে?
উত্তরঃ সি. কিউ. কে মুশতাক আহমেদ।
১৩. ৪ জুলাই ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ব্যক্তিকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করে?
উত্তরঃ ইউকিয়ো আমানো
১৪. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) ও জাপান নতুন করে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তরঃ ৬ জুলাই ২০১৭।
১৫. মঙ্গোলিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ খালৎমা বাতুলগা।
১৬. হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী কে?
উত্তরঃ ক্যারি ল্যাম।
১৭. ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ২০১৭।
১৮. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তরঃ রামনাথ কোবিন্দ।
১৯. WHO’র পরিসংখ্যান অনুসারে কোন দেশে হামের প্রকোপ সর্বাধিক ?
উত্তরঃ ভারত।
২০. হামের প্রকোপের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ অষ্টম।
২১. বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান কাউন্সিল চেয়ারম্যান কে?
উত্তরঃ এনরিক ক্যানন পেড্রাগোসা (উরুগুয়ে)
২২. আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ সার্জিও মুজিকা (চিলি)
২৩. ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE)-এর বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
২৪. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১০৪টি।
২৫. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান সহযোগী দেশ কতটি?
উত্তরঃ ৯২টি।
২৬. বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৮২টি।
২৭. ১০ এপ্রিল ২০১৭ কোন দেশ WCO’র ১৮২তম সদস্য পদ লাভ করে ?
উত্তরঃ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা।
২৮. বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) কতটি?
উত্তরঃ ৪৭টি।
২৯. সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
উত্তরঃ দক্ষিণ সুদান।
৩০. ৪ জুন ২০১৭ কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় কোন দেশ?
উত্তরঃ নিরক্ষীয় গিনি।
৩১. নিরক্ষীয় গিনি কবে LDC ভুক্ত হয়েছিল ?
উত্তরঃ ১৯৮২ সালে।
৩২. LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কতটি দেশ?
উত্তরঃ ৫টি।
৩৩. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩৪. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩৫. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মিশর।
৩৬. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩৭. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৪র্থ।
৩৮. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভারত।
৩৯. জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ চীন।
৪০. জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
৪১. জনসংখ্যার ঘনত্বে (প্রতি বর্গ কিমি) শীর্ষ দেশ কোনটি? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ মোনাকো।
৪২. জনসংখ্যার ঘনত্বে (প্রতি বর্গ কিমি) সর্বনিম্ন দেশ কোনটি? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ মঙ্গোলিয়া।
৪৩. জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ অষ্টম।
৪৪. জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কততম? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ সপ্তম।
৪৫. বর্তমানে ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে?
উত্তরঃ ৯টি।
৪৬. পরিবর্তিত আইনে হ্যান্ডেল্ড দ্য বল আউটটি বর্তমানে কোন আউট হিসেবে পরিগণিত হয়ে থাকে?
উত্তরঃ অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড ।
৪৭. ২০১৭ সালের ১১তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড।
৪৮. ২০২১ সালের ১২তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নিউজিল্যান্ড।
৪৯. বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কোনটি?
উত্তরঃ ১২টি।
৫০. ২২ জুন ২০১৭ ICC’র পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কোনটি?
উত্তরঃ আফগানিস্তান ও আয়ারল্যান্ড