কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫অক্টোবর পর্যন্ত। টেলিটকের মাধ্যমে দিনে-রাতে যেকোনো সময় শিক্ষার্থীরাআবেদন করতে পারবেন। ওই শিক্ষাবর্ষে ১৭টি বিভাগে মোট ৮০০ জন শিক্ষার্থীভর্তি করা হবে। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষাঅনুষ্ঠিত হবে। গত বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলীআশরাফের সভাপতিত্বে ৩৬তম একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়াহয়। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cou.ac.bdপাওয়া যাবে।