শিক্ষাবর্ষ: ২০১৬-২০১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/বিএড/বিএসসি/সি/বি.ফার্ম/বিএস.এস/এলএল.বি/বিিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন শুধুমাত্র টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণ করা হবে। ইউনিট প্রতি আবেদন ফি ৪৭৪/- (চারশত পঁচাত্তর) টাকা মাত্র (সার্ভিস চার্জ প্রযোজ্য)।
আবেদনের তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত(দিন রাত যে কোন সময় আবেদন করা যাবে।
ভর্তির সাধারণ যোগ্যতা: যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ড অধীনে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১৫ বা ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ রয়েছে এবং যদের নিম্নেবর্ণিত যোগ্যতা ও ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
হেলপ লাইন: (সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত) A Unit-01555555135, B Unit-01555555136, C Unit-01555555137, D Unit-01555555138, E Unit-01555555139, F Unit-01555555142, G Unit-01555555156, H Unit-01555555165, I Unit-01555555140, J Unit-01555555141