চীনে স্কলারশীপসহ মাস্টার্স ও পিএইচডি

চীনে মাস্টার্স ও পিএইচডি কোর্সে স্কলারশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দ্য গ্রাজুয়েট স্কুল অফ চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স (জিএসসিএএএস) বিদেশী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও ম্যানেজমেন্ট সায়েন্স বিষয়গুলোতে পড়তে পারবে। আগ্রহী শিক্ষার্থীকে এ বছরের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য জিএসসিএএএস স্কলারশীপ চালু হয়। চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলের মধ্যে এটি অন্যতম। এ গ্রাজুয়েট স্কুল দেশটির প্রথম সারির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। গবেষণায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে।

কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্টের জন্য এ স্কলারশীপ দেয়া হবে।

বিষয়:

  • ন্যাচারাল সায়েন্স
  • ইঞ্জিনিয়ারিং
  • এগ্রিকালচার ও
  • ম্যানেজমেন্ট সায়েন্স

স্কলারশীপ: এ স্কলারশীপ প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীকে আংশিক অর্থ সহায়তা দেয়া হবে। টিউশন ফি ও ভর্তির যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। তবে আবাসন সহ অন্যান্য খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে ।

যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীর বয়স  মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য ৩৫ বছর এবং পিএইচডি কোর্সে আবেদন করার জন্য ৪০ বছরের বেশী হওয়া চলবে না।

ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে আইএলটিএস অথবা চাইনিজ ভাষার কোর্সে সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে।

আবেদন: আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য  এখানে ক্লিক করুন। এছাড়া স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।