বর্ডার গার্ড বাংলাদেশ এ অসামরিক পদসূহে টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন (Registration) করতে আহ্বান করা হয়েছে।
পদসমূহঃ ইমাম (পুরুষ), সহকারী স্টোরকিপার (পুরুষ), অফিস সহকারী (পুরুষ), পরিবার কল্যাণ পরিদর্শিকা (মহিলা), মিডওয়াইফ (মহিলা), টেইলর (পুরুষ), কার্পেন্টার,(পুরুষ), বুটমেকার (পুরুষ), অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ), বাবুর্চি (পাচক) (পুরুষ), মালী (পুরুষ), পরিচ্ছন্নতা-কর্মী (পুরুষ), রাখাল (পুরুষ), সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ), সহকারী লঞ্চ ড্রাইভার (পুরুষ)।
বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১,৩ ও ৪ অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মোবাইল ফোন হতে Trade Code, SSC Board Code, Home District Code, Upazila Name, Freedom Fighter Code ব্যবহার করে আগামী ১৬ এপ্রিল ২০১৭ তারিখ ১০.০০ ঘটিকা হতে ১৮ এপ্রিল ২০১৭ তারিখ ২৪.০০ ঘটিকা পর্যন্ত।