বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে বিভিন্ন পদে স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদসমূহঃ উপ-ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (সংস্থাপন), কণিষ্ঠ কর্মকর্তা (অর্থ), কণিষ্ট কর্মকর্তা (হিসাব, উচ্চমান সহকারী, সাটঁলিপিকার/পিএ, এল ডি এ কাম-কমম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পাউন্ডার, অফিস সহায়ক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকুরীর আবেদন ফরম অনুযায়ী আবেদন করতে হবে বা www.bpc.gov.bd এবং www.mopa.gov.bd সাইটে পাওয়া যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা: দরখাস্ত সমূহ সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বি এস সি ভবন, সল্টগোলা রোড, পোস্ট বক্স নং ২০৫২, চট্টগ্রাম-৪১০০ বরাবরে ডাক মারফত সর্বশেষ ৩০-০৫-২০১৭ তারিখ বা তার পূর্বে পৌঁছাতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে দেখুনঃ