আলহাজ্জ্ব তোফাজ্জাল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়, পোঃ খাদেরগাঁও, উপজেলা মতলব(দক্ষিণ), জেলাঃ চাঁদপুর, বেসরকারি স্কুল এর জন্য নিম্নলিখিত পদসমূহে যোগ্যতা সম্পন্ন শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে। অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম:
সহকারী প্রধান শিক্ষক: বি.এস.সি বি.এড/এম.এসসি(গণিত)। শিক্ষকতায় ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
সহকারী শিক্ষকঃ বি.এস.সি/এম.এসসি(গণিত)
সহকারী শিক্ষকঃ বি.এ/এম.এ (বাংলা)
অফিস সহকারীঃ এইচ.এস.সি/বি.এ
যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে আকর্ষণীয় বেতন বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৫ অক্টোবর, ২০১৬ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠানোর জন্যে অনোরোধ করা হল। ঠিকানাঃ বাড়ি নং ৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বাড়িধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা-১২১২। E-mail: [email protected]
সূত্র: ৯ অক্টোবর প্রথম আলো পত্রিকা