আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘টেরিটোরি সেলস ইনচার্জ’ পদে সম্পূর্ণ অনভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। সঙ্গে থাকছে আকর্ষণীয় বেতন।
শিক্ষাগত যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। প্রার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
অন্যান্য যোগ্যতা
৩০ অক্টোবর, ২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।
বেতন
পদটিতে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও সব শিক্ষাসনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করতে হবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।