০১. ড্রোনের জনক কে?
উত্তরঃ জন স্টুয়ার্ট ফস্টার জুনিয়র (যুক্তরাষ্ট্র)
০২. ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত অভিযান Operation Decisive Strom-এর সময়কাল কত?
উত্তরঃ ২৫ মার্চ-২১ এপ্রিল ২০১৫
০৩. ০১ এপ্রিল ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত(ICC)-এর ১২৩তম সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ফিলিস্তিন।
০৪. ভারতের রাজধানী নয়াদিল্লির প্রথম নারী বাসচালক কে?
উত্তরঃ ভাস্কারাথ সারিথা।
০৫. ২১ এপ্রিল ২০১৫ পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘নিশান-ই-পাকিস্তান’ দেওয়া হয় কাকে?
উত্তরঃ চীনা প্রেসিডেন্ট শি জিন পিং-কে।
০৬. যুক্তরাজ্যে কিশোর-কিশোরীরা কত বছর বয়সেই ভোটের জন্য রেজিস্ট্রিভুক্ত হতে পারে?
উত্তরঃ ১৬ বছর।
০৭. আধুনিক আলোক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আল হাজেন।[তাঁর পুরো নাম আল-হাসান ইবন আল-হায়সাম।]
০৮. সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন শহরের বর্তমান নাম ‘গীতবিতান’ রাখা হয়?
উত্তরঃ বোলপুর।
০৯. ভারতের প্রথম মুসলিম নারী পাইলট কে?
উত্তরঃ সারাহ হামিদ আহমদ।
১০. পোশাক খাতে বিশ্বে LEED প্লাটিনাম সনদ পাওয়া কারখানা রয়েছে কতটি?
উত্তরঃ ৩টি।