০১. ইস্তাম্বুলের পূর্ব নাম কি?
উত্তরঃ বাইজেনটিয়াম ও কনস্টানটিনোপোল।
০২. কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন?
উত্তরঃ ০১ নভেম্বর, ১৯২২।
০৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড কার অধীনে ছিল?
উত্তরঃ জার্মানী।
০৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের জনসংখ্যার ১৭ শতাংশ নিহত হয়েছিল?
উত্তরঃ পোল্যান্ড।
০৫. বসনিয়ার যুদ্ধ বিরতি স্বাক্ষরে মধ্যস্থতাকারী কে?
উত্তরঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
০৬. বলকানের কসাই নামে পরিচিত কে?
উত্তরঃ যুগোশ্লাভ একনায়ক স্লোবোদান মিলোসেভিচ।
০৭. আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ানো প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ স্লোবোদান মিলোসেভিচ।
০৮. যুগোস্লাভ পুলিশ কবে মিলোসেভিচকে কারাগারে প্রেরণ করে?
উত্তরঃ ০১ এপ্রিল, ২০০১।
০৯. বিশ্ব মানচিত্র থেকে যুগোশ্লাভিয়ার নাম বিলুপ্ত হয়?
উত্তরঃ ০৪ ফেব্রুয়ারী, ২০০৩।
১০. বিলুপ্ত যুগোশ্লাভিয়ার নতুন নাম কি?
উত্তরঃ সার্বিয়া ও মন্টিনিগ্রো।
১১. কোন সালে বুলগেরিয়া প্রতিষ্ঠা হয়?
উত্তরঃ ৬৮১ সালে।
১২. বুলগেরিয়ার ইতিহাসে কবে প্রথমবারের মত অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯০ সালে।
১৩. ১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি?
উত্তরঃ দ্বিতীয় ভার্সাই চুক্তি।
১৪. হিটলার কবে জার্মানীর চ্যান্সেলর হন?
উত্তরঃ ১৯৩৩ সালে।
১৫. আধুনিক জার্মানীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বিসমার্ক।