০১৷ পৃথিবীর সবচেয়ে উত্তরে নগরী কোনটি?
উত্তরঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
০২৷ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উত্তরঃ পুওট উইলিয়াম (চিলি)।
০৩৷ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উত্তরঃ চিলি।
০৪৷ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইতালি।
০৫৷ পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র কোনগুলি?
উত্তরঃ জাপান, ইন্দনেশিয়া।
০৬৷ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
০৭৷ পৃথিবীর কোন শহর বা নগরী দুটি মহাদেশে পরেছে?
উত্তরঃ ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
০৮৷ পৃথিবীর কোন গ্রাম দুটি দেশের মধ্যে পরেছে?
উত্তরঃ পানমুজান (উত্তর ও দক্ষিন করিয়ার মধ্যে)।
০৯৷ পৃথিবীর সর্বাধিক দীপ রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
১০৷ অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উত্তরঃ চীন (১৪ টি দেশের সাথে)।
১১৷ পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টি?
উত্তরঃ ৫ টি। যথাঃ প্রশান্ত, ভারত, আটলান্টিক, উত্তর ও দক্ষিণ মহাসাগর।
১২৷ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
১৩৷ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উত্তরঃ আর্কটিক বা উত্তর মহাসাগর (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
উত্তরঃ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর