০১. কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
উঃ পলি মাটি।
০২. বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
উঃ ২,০৪,৮৪,৫৬১ একর।
০৩. বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?
উঃ ১,৭৭,৭১,৩৩৯ একর।
০৪. বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?
উঃ ২৭,১৩,২২২ একর।
০৫. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?
উঃ পাট।
০৬. বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?
উঃ চা।
০৭. বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উঃ চতুর্থ।
০৮. পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?
উঃ প্রথম।
০৯. সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উঃ ময়মনসিংহ।
১০. রবি শস্য বলতে বুঝায়?
উঃ শীতকালীন শস্যকে।