স্নাতক পাসেই গ্রামীণ ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটিতে ‘শিক্ষানবিশ অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শিক্ষানবিশ অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/ মার্কেটিং/ ম্যানেজমেন্ট/ হিসাববিজ্ঞান/ পদার্থ/ রসায়ন/ গণিত/ পরিসংখ্যান/ কম্পিউটার সায়েন্স/ অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ রাষ্ট্রবিজ্ঞান/ আইন/ বাংলা / ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি/ তিন বছরের স্নাতকসহ মাস্টার ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না। সরাসরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

সরাসরি প্রার্থীদের ক্ষেত্রে প্রথম পর্বে মাসিক বেতন ১১,০০০/- টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে ১২,০০০/- টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণদের ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে এবং গ্রামীণ ব্যাংকের বেতন কাঠামো-২০১৫-এর নবম গ্রেডে (২২,০০০-৫৩০৬০/- টাকা) বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনের (http://erecruit.ghrmplus.com) মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ অক্টোবর, ২০২০।

সূত্র : প্রথম আলো, ২১ সেপ্টেম্বর, ২০২০।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

সূত্র : প্রথম আলো