মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে অক্টোবরে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা।
রোববার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা বাতিলের দাবিতে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন। এ দাবিতে রোববার প্রেসক্লাবের সামনে তৃতীয়বারের মতো মানববন্ধন পালন করেন তারা।
প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে শিক্ষার্থীরা জানান, সরকার আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে ক্যাম্ব্রিজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে, সরকার অনুমোদন না দিলে তারা কোনোভাবেই পরীক্ষা নিতে পারবে না। কিন্তু এ তথ্য উল্লেখ করা সত্ত্বেও আগামী ১ অক্টোবর ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়। এটা দেশের প্রেক্ষাপটে আইনবিরোধী বলে মনে করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আবেদনে আরও জানান, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে না ফেলতে সরকার সকল বোর্ড পরীক্ষা বাতিল করেছে। আমরা কি তাদের মতো নই? আমরাও তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই ভবিষ্যৎ।
তারা বলেন, বর্তমান মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। পরীক্ষা হলে যতই স্বাস্থ্যবিধি মানা হোক না কেন সকলে করোনা ঝুঁকির মধ্যে থাকবে। তার সঙ্গে অভিভাবকরাও এ সমস্যার বাইরে থাকবে না। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন দেশের সরকার পরীক্ষা বাতিল করেছে বলেও জানান তারা।