নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে এক হাজার ৭২৯ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/ উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, জুনিয়র ইনস্ট্রাক্টর (ফিস প্রসেসিং), ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, প্রভাষক (নন-কারিগরি), সহকারী পরিচালক (ভূপদার্থ, ভূতত্ত্ব, টেকনিক্যাল, আইএমটি), ক্রাফট ইনস্ট্রাক্টর, স্টাফ ট্রেইনার, সিনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ, যন্ত্র), ড্রাফটসম্যান, অ্যাস্টিমেটর।
পদসংখ্যা
মোট ১৭২৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (www.bpsc.teletalk.com.bd / www.bpsc.gov.bd) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২৬ জুলাই, ২০২০।
সূত্র : https://bit.ly/bpscJob
বিস্তারিত নিম্নোক্ত লিঙ্কে
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_02.pdf
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_03.pdf
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_04.pdf
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_05.pdf
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_06.pdf
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_07.pdf
http://bpsc.teletalk.com.bd/ncad/doc/ad_2020_08.pdf