জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। প্রতিষ্ঠানটিতে ইনডোর মেডিকেল অফিসার (কার্ডিওলজি) পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজন নিয়োগ দেবে, তা উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
ইনডোর মেডিকেল অফিসার (কার্ডিওলজি)
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ অথবা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন অথবা সার্জারি বিষয়ে এমবিবিএস পাস হতে হবে। তবে প্রার্থীকে বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ হতে হবে।
বয়স
ন্যূনতম ২৭ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
অভিজ্ঞতা
প্রার্থীর কার্ডিওলজি বিভাগ থেকে ট্রেনিং অথবা ট্রেড কোসে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর এক বছরের কাজের দক্ষতা প্রয়োজন। তবে মেডিসিন বিষয়ে ন্যূনতম এক বছরের প্রশিক্ষণ অগ্রাধিকারযোগ্য।
কর্মস্থল
মুন্নু সিটি, মানিকগঞ্জ
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীকে চেয়ারম্যান, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মুন্নু সিটি, মানিকগঞ্জ বরাবর কুরিয়ারের (পদের নাম উল্লেখপূর্বক একটি কাভার লেটারসহ) মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিডিজবস ডটকমের অনলাইনে বা ই-মেইলে আবেদন করতে পারবেন : [email protected] (অনুগ্রহপূর্বক সাবজেক্টে পদের নাম উল্লেখ করুন।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩১ মে, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস