শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক্সিড সাস্ট সি ই ই ফেস্টিভ্যাল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ২৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ফেস্টিভ্যালে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ের প্রতিযোগিতা, সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন।