রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্বজন কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মহিরুদ্দিন ইমনের সঞ্চালনায় সভাপতি হাসিকুল হাশিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপ-চিকিৎসক ড. নাদিরা বেগম, বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি সায়েন্স বিভাগের প্রফেসর ড. জি এম শফিকুর রহমান, বায়োক্যমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ প্রমুখ।