বাংলাদেশ ক্যবল শিল্প লিমিটেড (বাকেশি) টেলিকমুনিকেশন ক্যাবল (কপার ও অপটিক্যাল ফাইবার) ও ডাক্ট প্রস্তুতকারী একটি বৃহৎ সরকারী মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানী। উৎপাদনমূখী এই আধুনিক শিল্প প্রতিষ্ঠানের সার্ভিস রুলস/বিধিবিধান অনুযায়ী কাজ করার মানসিকতা সম্পন্ন দক্ষ ও মেধাবী প্রার্থীদের নিকট হদে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদসমূহঃ সহকারী ব্যবস্থাপক, উপ-সহকারী প্রকৌশলী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ), উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ/বিল/ক্যাশ), নিরীক্ষা কর্মকর্তা/মার্কেটিং কর্মকর্তা/ক্রয় কর্মকর্তা, ভান্ডার কর্মকর্তা, ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, গাড়ী চালক।
আবেদনপত্র আগামী ২৫-১০-২০১৭ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, পোঃ সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুনঃ