সোনালী ব্যাংকে ২২৪৬টি শূন্য পদে অফিসার (ক্যাশ) নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ও বাংলাদেশ কৃষি ব্যাংক এ ‘কর্মকর্তা(ক্যাশ)’ এর (ব্যাংকসমূহের অর্গানোগ্রামে যে নামেই উল্লেখ থাকুক) যথাক্রমে ১২৭৪, ৬৩৩, ২১ ও ৩১৮টিসহ মোট ২২৪৬ (দুই হাজার দুইশত ছেচল্লিশ)টি শূন্য পদে(কম/বেশি হতে পারে) নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদেরকে ২৮/০৯/২০১৭ তারিখ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd)-এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

 

APPLY NOW