বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের রাজস্বখাতে নিম্নলিখিত শূন্য পদসমূহে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের উদ্দ্যেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদসমূহঃ সহকারী সচিব, সহকারী ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্প সম্পর্ক/কমার্শিয়াল অপারেশন), সহকারী ব্যবস্থাপক (অর্থ/নিরীক্ষা), সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা, গাড়ী চালক।
আগামী ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে “সচিব, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ” বরাবরে লিখিত দরখাস্ত “জিপিও বক্স নংঃ ২২১০, ঢাকা” এর ঠিকানায় পৌঁছাতে হবে। বেপজায় সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না, কিংবা বেপজার ঠিকানায় কোন দরখাস্ত প্রেরণ করা যাবে না।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুনঃ