রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এ স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে অনলাইনে (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদসমূহঃ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল/পেট্রোলিয়াম/নেভাল অার্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং), মেডিক্যাল অফিসার, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী কর্মকর্তা (হিসাব), উপ-সহকারী প্রকৌশলী।
আবেদন শুরু হবে ২১/০৮/২০১৭ তারিখ সকাল ৯:০০টা থেকে এবং আবেদন শেষ হবে ১০/০৯/২০১৭ তারিখ বিকাল ৫:০০ টার সময়।
আবেদন করতে হবেঃ rpgcl.teletalk.com.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুনঃ