রূপালী ব্যাংক লিমিটেড এ ‘কর্মকর্তা (ক্যাশ)’ এর ৩২৮ (তিনশত আটাশ)টি পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বনা করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদেরকে ১৭-০৭-২০১৭ তারিখ হতে ৩১-০৭-২০১৭ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।