(১৪) হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো।
(১৫ )বার্লিন প্রাচীরের পতন ঘটে: ১৯৮৯ সালে।
(১৬) ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।
(১৭) আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
(১৮) পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।
(১৯) ‘একদেশ দুই পদ্ধতি নীতি ’ চালু : চীনে।
(২০) উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।
(২১) বিখ্যাত ট্রয় নগরী অবস্থিতঃ তুরষ্কে।
(২২) সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
(২৩) পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
(২৪) সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে।
(২৫) পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
(২৬) ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া।
(২৭) ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে।