০১. ১ জুন ২০১৭ বাংলাদেশের কোন কূটনীতিক প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করেন?
উত্তরঃ ইসমাত জাহান।
০২. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট-এর নাম কি?
উত্তরঃ ব্র্যাক অন্বেষা।
০৩. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তরঃ ৪ জুন ২০১৭।
০৪. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে ?
উত্তরঃ ২২ অক্টোবর।
০৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে প্রথম নিয়োগ পান কে?
উত্তরঃ ড. সনজীদা খাতুন।
০৬. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ ৪০টি।
০৭. দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তরঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
০৮. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।
০৯. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ শাহজাদপুর, সিরাজগঞ্জ।
১০. জাতীয় বাজেট ২০১৭-১৮ কততম বাজেট ?
উত্তরঃ ৪৭তম।
১১. জাতীয় বাজেট ২০১৭-১৮ বাজেটের মোট পরিমাণ কত?
উত্তরঃ ৪,০০,২৬৬ কোটি টাকা।
১২. জাতীয় বাজেট ২০১৭-১৮ সাধারণ করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ২ লাখ ৫০ হাজার টাকা।
১৩. জাতীয় বাজেট ২০১৭-১৮ নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যাক্তির করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ৩ লাখ টাকা।
১৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ জনসংখ্যা (২০১৫) কত?
উত্তরঃ ১৫.৮৯ কোটি।
১৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৭%
১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ জনসংখ্যার ঘনত্ব/প্রতি বর্গ কি. মি. কত?
উত্তরঃ ১০৭৭ জন।
১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উত্তরঃ ৭০.৯ বছর।
১৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ সাধারণ অর্থ বিভাগের (GED) প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্রের নিম্নসীমা কত?
উত্তরঃ ১২.১%
১৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ সাধারণ অর্থ বিভাগের (GED) প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্রের উর্ধ্বসীমা কত ?
উত্তরঃ ২৩.৫০%
২১. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ সাক্ষরতার হার (৭+) কত?
উত্তরঃ ৬৩.৬০%
২২. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ মাথাপিছু আয় কত ?
উত্তরঃ ১৬০২ মা. ড.
২৩. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ শের বাহাদুর দেউবা।
২৪. ৭ জুন ২০১৭ সার্কের চেয়ারপারসন পদে স্থলাভিষিক্ত হন কে?
উত্তরঃ শের বাহাদুর দেউবা।
২৫. ৫ জুন ২০১৭ ভারত মহাকাশে কোন রকেটটি উৎক্ষেপণ করে ?
উত্তরঃ GSLV Mark III
২৬. ৩১ মে ২০১৭ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন সভাপতি নির্বাচিত হন কে?
উত্তরঃ মিরোস্লাভ লাজকাক (স্লোভাকিয়া)
২৭. OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৪টি।
২৮. ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC’র ১৪তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৪টি।
২৯. ৯ জুন ২০১৭ কোন দেশ SCO’র সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
৩০. AIIB’র বর্তমান সদস্য দেশ কতটি ?
উত্তরঃ ৭৭টি।
৩১. NATO’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ২৯টি।
৩২. ৫ জুন ২০১৭ কোন দেশ NATO’র ২৯তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ মন্টিনিগ্রো।
৩৩. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সোয়াজিল্যান্ড।
৩৪. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ বাংলাদেশে প্রতি হাজারে HIV আক্রান্ত কতজন?
উত্তরঃ ০.০১
৩৫. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি লাখে যক্ষ্মা আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
৩৬. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি হাজারে ম্যালেরিয়ায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি ?
উত্তরঃ মালি।
৩৭. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি লাখে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শ্রীলঙ্কা।
৩৮. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভেনিজুয়েলা।
৩৯. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ বাংলাদেশে প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কতজনের ?
উত্তরঃ ১৩.৬
৪০. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ বিশ্বের কোন দেশে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৪১. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ কোন দেশ বিশ্বে সর্বাধিক বিনিয়োগ করেছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৪২. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ বাংলাদেশে কোন খাতে সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
উত্তরঃ টেলিকমিউনিকেশন
৪৩. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সিঙ্গাপুর।
৪৪. ১৭তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৮-৯ জুন ২০১৭।
৪৫. ১৭তম SCO শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ আস্তানা, কাজাখস্তান।
৪৬. ১২তম G-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৮-৯ জুলাই ২০১৭।
৪৭. ১২তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ হামবুর্গ, জার্মানি।
৪৮. ২০১৭ সালে অষ্টম ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ ডেভিড গ্রসম্যান (ইসরাইল)
৪৯. কোন গ্রন্থের জন্য ডেভিড গ্রসম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন ?
উত্তরঃ A Horse Walks Into a Bar
৫০. The Ministry of Utmost Happiness উপন্যাসের লেখক কে?
উত্তরঃ অরুন্ধতী রায়