০১. আজ মনোজ বাবুর জ্যেষ্ঠ কন্যার বিয়ে।
শুদ্ধঃ আজ মনোজ বাবুর জ্যেষ্ঠা কন্যার বিয়ে।
০২. ওরা এক ঝাঁকের মাছ তো, তাই চালচলনও একরকম।
শুদ্ধঃ ওরা এক ঝাঁকেরই কই তো, তাই চালচলনও একরকম।
০৩. তোমার খোদার ওপর কারসাজি করার অভ্যাস গেল না।
শুদ্ধঃ তোমার খোদার ওপর খোদদারি করার অভ্যাস গেল না।
০৪. বুড়ি নড়ছে না, যদি ময়লা ফেলতে ভাঙা কুলোর ডাক পড়ে।
শুদ্ধঃ বুড়ি নড়ছে না, যদি ছাই ফেলতে ভাঙা কুলোর ডাক পড়ে।
০৫. সংকট এলেই কেউ কেউ চোখে হলুদ ফুল দেখে।
শুদ্ধঃ সংকট এলেই কেউ কেউ চোখে সর্ষে ফুল দেখে।
০৬. দুর্বলবশত সেনবাবু আসিতে পারেন নাই।
শুদ্ধঃ দুর্বলতাবশত সেনবাবু আসিতে পারেন নাই।
০৭. তিনি উদ্ধতপূর্ণ ব্যাপারে কৌতুহল ঠিক নয়।
শুদ্ধঃ তিনি ঔদ্ধত্যপূর্ণ (বা উদ্ধত) আচরণ করেন।
০৮. অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ঠিক নয়।
শুদ্ধঃ অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ঠিক নয়।
০৯. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
শুদ্ধঃ আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
১০. আজ স্বাক্ষরতা দিবস।
শুদ্ধঃ আজ সাক্ষরতা দিবস।