০১. আধুনিক বিশ্বে কোন ধরনের মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে?
(ক) ব্যক্তিগত মূল্যবোধ
(খ) সামাজিক মূল্যবোধ
(গ) জাতীয় মূল্যবোধ
(ঘ) ধর্মীয় মূল্যবোধ
উত্তরঃ ব্যক্তিগত মূল্যবোধ
০২. বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে-
(ক) ৪৩নং
(খ) ৪০নং
(গ) ৪১নং
(ঘ) ৪২নং
উত্তরঃ ৪০নং
০৩. সুশাসনের পূর্বশর্ত কোনটি?
(ক) ক্ষমতার বণ্টন
(খ) জবাবদিহিতা
(গ) প্রশাসনিক হস্তক্ষেপ
(ঘ) জনগণের উপর নির্ভরশীলতা
উত্তরঃ জবাবদিহিতা
০৪. Morality এ সঠিক অর্থ নিচের কোনটি?
(ক) নীতি
(খ) সঠিক আচরণ
(গ) মূল্যবোধ
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ সঠিক আচরণ
০৫. নৈতিকতা এর অন্যতম বৈশিষ্ট্য হলো-
(ক) অনির্দিষ্ট ও অস্পষ্ট
(খ) সুশাসন
(গ) নীতি সংশ্লিষ্টতা
(ঘ) শাসনব্যবস্থার নৈতিকতা
উত্তরঃ অনির্দিষ্ট ও অস্পষ্ট
০৬. সুনাগরিকের বড় গুণ নিচের কোনটি?
(ক) সহমর্মিতা
(খ) আত্মসংযম
(গ) ধর্মীয় অনুভূতি
(ঘ) শিক্ষার বিলাসিতা
উত্তরঃ আত্মসংযম
০৭. ধনতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা লাভের ভিত্তি হচ্ছে-
(ক) স্বার্থপরতা ও লোভ
(খ) অর্থনৈতিক মুক্তি
(গ) প্রশাসনের সাথে যুক্তি
(ঘ) দুর্নীতি
উত্তরঃ স্বার্থপরতা ও লোভ
০৮. আর্থিক প্রতিষ্ঠা লাভের ভিত্তি হচ্ছে-
(ক) সামাজিক
(খ) রাজনৈতিক
(গ) ব্যক্তিগত
(ঘ) অর্থনৈতিক
উত্তরঃ ব্যক্তিগত
০৯. নৈতিকতা অন্য যে নামে পরিচিত-
(ক) নীতিজ্ঞান
(খ) সুশাসন
(গ) মূল্যবোধ
(ঘ) শৃঙ্খলা
উত্তরঃ মূল্যবোধ
১০. অন্যায় থেকে বিরত থাকা কোন ধরনের মূল্যবোধ ?
(ক) রাজনৈতিক
(খ) সামাজিক
(গ) নৈতিক
(ঘ) বাহ্যিক মূল্যবোধ
উত্তরঃ নৈতিক